হিন্দুদের মাঝে কেউ কেউ তাকে ভয় করে, কেউ তাকে পূজা করে, আর কেউ কেউ বলে তিনি সবার চেয়ে আলাদা। কারণ আমরা হিন্দু ধর্মে সাধারণত যেসব দেবদেবীর ছবি দেখি তার থেকে মহাদেব অনেক আলাদা।
তিনি দেবাদিদেব মহাদেব। তিনি কোন অলঙ্কার পরেন না। পরণে বাঘের চামড়া , মাথায় লম্বা জটা, সারা শরীরে ছাই। হিন্দুধর্ম মতে, তিনটি মূল দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাদের মধ্যে ব্রহ্মা স্রষ্টা, বিষ্ণু নিয়ন্ত্রক এবং মহাদেব মহেশ্বর শিব অশুভ শক্তির বিনাশকারী।
মহাদেব যতটা দেবতাদের ভালোবাসেন ততটা, রাক্ষসকুল কেউ ভালোবাসেন । তিনি বিশ্বাস করেন যে জন্ম কিছু নয়, কর্ম বাস্তব। যদি কেউ তাকে তপস্যা দ্বারা তাকে খুশি করতে পারেন, তিনি তাদের উপহারও দেন। অনেক দেবতারা এই কারণে মহাদেবের উপর ক্ষুব্ধ হন মাঝেমাঝে। কিন্তু সে তার অবস্থান থেকে সরে যায়নি।
মহাদেবের ধ্যান এবং ভক্তি আমারা অনেকেই করতে চাই তাহলে জেনে নেয়া যাক মহাদেবের সকল মন্ত্র-
মহাদেবের জপ মন্ত্র-
নমঃ শিবায়।।
মহাদেবের প্রনাম মন্ত্র-
ঔঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিং পরমেশ্বর।।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র-
ঔঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্।।
মহামৃত্যুঞ্জয় গায়েত্রী মন্ত্র-
ঔঁ হৌং জূং সঃ ওম ভূর্বুবঃ স্বঃ
ঔঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্
ঔঁ স্বঃ ভুবঃ ওম সঃ জূং হৌং ঔঁ।।
মহাদেবের ধ্যান মন্ত্র:
ঔঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং।
রত্নাকল্পোজ্জ্বলাং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।।
পদ্মাসীনং সমন্তাৎস্তমমরগণৈব্যাঘ্রকৃওিং বাসানং।
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।
রুদ্রা গায়ত্রী মন্ত্র-
ঔঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়
ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।
শিব রুদ্র মন্ত্র-
ঔঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ।
রুদ্রাস্তাকাম মন্ত্র-
নমামীশ মীশান নির্বাণরূপং,
বিভুং ব্য়াপকং ব্রহ্মবেদ স্বরূপম |
নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং
চদাকাশ মাকাশবাসং ভজেহম || ১ ||
নিরাকার মোংকার মূলং তুরীয়ং
গিরিজ্ঞান গোতীত মীশং গিরীশম |
করালং মহাকালকালং কৃপালং
গুণাগার সংসারসারং নতো হম || ২ ||
তুষারাদ্রি সংকাশ গৌরং গংভীরং
মনোভূতকোটি প্রভা শ্রীশরীরম |
স্ফুরন্মৌলিকল্লোলিনী চারুগাংগং
লস্ত্ফালবালেংদু ভূষং মহেশম || ৩ ||
চলত্কুংডলং ভ্রূ সুনেত্রং,
বিশালং প্রসন্নাননং নীলকংঠং দয়ালুম |
মৃগাধীশ চর্মাংবরং মুংডমালং প্রিয়ং
শংকরং সর্বনাথং ভজামি || ৪ ||
প্রচংডং প্রকৃষ্টং প্রগল্ভং পরেশম
অখংডম অজং ভানুকোটি প্রকাশম |
ত্রয়ী শূল নির্মূলনং শূলপাণিং
ভজেহং ভবানীপতিং ভাবগম্য়ম || ৫ ||
কলাতীত কল্য়াণ কল্পাং,
তরী সদা সজ্জনানংদদাতা পুরারী |
চিদানংদ সংদোহ মোহাপকারী
প্রসীদ প্রসীদ প্রভো মন্মধারী || ৬ ||
ন য়াবদ উমানাথ পাদারবিংদং,
ভজংতীহ লোকে পরে বা নারাণাম |
ন তাবত্সুখং শাংতি সংতাপনাশং
প্রসীদ প্রভো সর্বভূতাধিবাস || ৭ ||
নজানামি য়োগং জপং নৈব পূজাং,
নতো হং সদা সর্বদা দেব তুভ্য়ম |
জরাজন্ম দুঃখৌঘতাতপ্য়মানং,
প্রভোপাহি অপন্নমীশ প্রসীদ! || ৮ ||
রিগ্বেদের হিরণ্যগর্ভ মন্ত্র:
ওম নমো হিরণ্য বাহাদে
হিরণ্য বর্ণ্যয়, হিরণ্য রুপায়া
হিরণ্য পাতায়া, অম্বিকা পাতায়া
উমা পাতায়া,পশুপতায় নমো নমোহা
ইশানা সর্ববিদ্যানম, ইশ্বর সর্বভূতন্
ব্রহ্মাধিপতি ব্রাহ্মণোধিপতি
ব্রহ্মা শিবো মে আস্তু,সাদা শিব ওম
তৎপুরুষায় বিদ্মহি, ভাকবিষুধায় ধীমহি
তন্নো শিব প্রচোদয়ত
ওহো দেবায়া বিদ্মহি, রুদ্রমুর্ত্যেয় ধীমহি
তন্নো শিব প্রচোদয়ত
নমস্তে আস্তু ভগবান বিশ্বেশ্বরায়োও, মহাদেবায়, ত্রায়ম্বকায়, ত্রিপুরান্তকায়,
ত্রিকাগ্নিকালয়, কালগনিরুদ্রায়, নীলকান্ঠায়,মৃত্যুঞ্জয়, সর্বেশ্বরায়, সদাশিবয়
শ্রীমান মহাদেবায় নমোহা! ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, ওম!
শিব পুরাণের ১২জ্যোতির লিঙ্গম মন্ত্র-
সৌরাষ্ট্র সোমনাথম চা শ্রীশৈল মল্লিকার্জুনম ||
উজ্জয়ানিয়াম মহাকাল ওমকারে মামলেশ্বরম ||
পার্ল্যম বৈজনাথাম চা ডাকিনাম ভীমা শঙ্করাম ||
সেতু বান্ধে তু রামেশম নাগেশম দারুকা ভানে ||
বারাণস্য তু বিশ্বেশম ত্রিবাকম গৌতমিততে ||
হিমালয় তু কেদারাম ঘর্মেশম চা শিবালয়ে ||
এইতানি জ্যোতির্লিঙ্গনী সায়াম প্রতাহ পাঠেনরহ ||
সপ্ত জন্মা কৃতম পাপাম স্মরণেন বিনশ্যতি ||